দ্য রিপোর্ট ডেস্ক : একটি, দুটি কিংবা তিনটি নয় একসঙ্গে অনেকগুলো ধারাবাহিক নাটকে ব্যস্ত লাক্স তারকা উর্মিলা শ্রাবন্তি কর। এক মুহূর্তে আঙুল গুনে বলতে না পারলেও এই অভিনেত্রী জানালেন, অষ্টধাতু, সোনার শিকল, প্রেম নগর, পাবলিক, শুকনো পাতার নূপুর, মেঘে ঢাকা শহর ছাড়াও আরো কিছু নাটকে কাজ করছেন।

এরমধ্যে কয়েকটি নাটক রয়েছে প্রচারে। বাকিগুলো শিগগির প্রচারে আসবে। উর্মিলা বলেন, ‘ধারাবাহিকে নিয়মিত কাজ করলেও খণ্ড নাটকে কাজ করতে বেশি ভালো লাগে। কারণ গল্প ও নির্মাণের সাসপেন্সটা হয় ন্যাচারাল। জোর করে টেনে নিতে হয় না।’

তবে উর্মিলা বলেন তার অভিনয় করা ধারাবাহিক নাটকগুলোও বেশ ভালো। তার ভাষ্য, ‘যেগুলোতে কাজ করছি সবগুলো নাটক চমৎকার। ভ্যারিয়েশন আছে। তাছাড়া অনেকসময় অনুরোধ রাখতেও কাজগুলো করতে হয়। আর ধারাবাহিকে কাজ করতে ভালো না লাগার কারণ হচ্ছে কিছুপর গল্পের গাঁথুনি মজবুত থাকে না। দর্শকরাও চরিত্র কিংবা গল্প খুঁজে পান না। গত দুই ঈদে আমার অনেকগুলো সিঙ্গেল নাটক প্রচার হয়েছে। অনেক অনেক সাড়া পেয়েছি কাজগুলোর মাধ্যমে।’

এদিকে আজ (রোববার) উর্মিলা রয়েছেন চট্টগ্রামে। তবে কোনো শুটিংয়ে নন, গিয়েছেন এক বন্ধুর জন্মদিনে পালন করতে। বললেন, ‘আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার বন্ধুদের দেয়া কমিটমেন্ট সবসময় রাখি। এমনও হয়েছে মধ্যরাতে বন্ধুদের সঙ্গে দেখা করে আবার সকালে শুটিংয়ে হাজির হয়েছি অথবা আমার কাছে মানুষ কেউ অসুস্থ হলে যতই ব্যস্ত থাকি সময় করে দেখে আসি।’

এছাড়া রাজধানীর নটরডেম কলেজে নাট্যশালার অতিথি হিসেবে গতকাল উপস্থিত ছিলেন উর্মিলা। তার সঙ্গে অতিথি হিসেবে আরো ছিলেন আনন্দ খালেদ, শামীম হাসান সরকার, মোস্তফা কামাল রাজ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)