পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাবেন নভেম্বরে
দ্য রিপোর্ট প্রতিবেদক : আসেম (এশিয়া-ইউরোপ মিটিং) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নভেম্বরে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মিয়ানমারের রাজধানী নেপিডোতে নভেম্বরের ২০ তারিখ দুই দিনের ওই বৈঠক শুরু হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সোমবার একটি গণমাধ্যমকে জানান, আসেমের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর ১৯ নভেম্বর মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তার মিয়ানমার যাওয়ার কথা সাংবাদিকদের জানান।
জানা গেছে, আসেম বৈঠকের ফাঁকে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হতে পারে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৭)