দাবানলে পতুর্গাল ও স্পেনে নিহত ৩৪
দ্য রিপোর্ট ডেস্ক : একাধিক দাবানলের ঘটনায় পর্তুগালের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ৩১ জন নিহত ও স্পেনে অন্তত তিন জন নিহত হয়েছে। সে হিসেবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন। খবর- বিবিসির।
দাবানল পর্তুগালের উত্তরাঞ্চলে পর্তুগাল ও স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছে। গ্রীষ্মকাল শেষে শুরু হওয়া দাবানলগুলো নিয়ন্ত্রণে কয়েক হাজার দমকল কর্মী কাজ করছেন।
ইউরোপের পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসা হারিকেন ওফেলিয়ার কারণে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। হারিকেনের প্রবল বাতাসের কারণে আগুন আরো জোরালো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে।
শনি থেকে রবিবারের মধ্যে শুরু হওয়া প্রায় ১৪৫টি দাবানলের মধ্যে কয়েক ডজনকে গুরুতর বলে বিবেচনা করছে পর্তুগালের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষগুলো, এক মুখপাত্রের বরাতে জানিয়েছে বিবিসি।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৭)