দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সূতা উৎপাদন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বছরে ৪ হাজার ৫১০ টন উৎপাদন বাড়াবে। এই প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১১৯ কোটি ৩৭ লাখ টাকা।

সূতা প্রকল্পের কাজ ২০১৮ সালের মে মাসে শেষ হবে। এই প্রকল্পে কোম্পানিটির বছরে আনুমানিক টার্নওভার হবে ৯৮ কোটি ৩৩ লাখ টাকা।

স্কয়ার টেক্সটাইল সূতা উৎপাদন বাড়ানোর মাধ্যমে বছরে ৮.১১ শতাংশ মুনাফা করতে পারবে বলে আশা করছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৭)