রাজধানীতে ছিনতাইকারী আটক, ২ পুলিশ আহত
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তবে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭) দিবাগত রাত ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
আহত পুলিশরা হলেন- হাজারিবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমতিয়াজ হেসেন (৩৫) ও কনস্টেবল গোলাম আজম (৩২)।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা জানান, তারা বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছেলেন। রাত ৩ টার দিকে এক রিকশার দুই যাত্রী অভিযোগ করেন, কয়েকজন ছিনতাইকারী তাদের টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে। পরে কমল কৃষ্ণসহ কয়েকজন পুলিশ সদস্য অভিযোগকারীদের নিয়ে ছিনতাইকারীদের ধরতে যান। তখন রাস্তার কাউকে পাওয়া যায়নি। পরে পাশের একটি ঝোপের মধ্যে কয়েকজনের কথার আওয়াজ শুনতে পেয়ে তারা অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা তাদের হাতে থাকা চাপাতি দিয়ে এএসআই ইমতিয়াজ ও কনস্টেবল গোলাম আজমকে আঘাত করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৮, ২০১৭)