দ্য রিপোর্ট প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। কোনোটা বাদ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার (১৮ অক্টোবর) রোহিঙ্গা বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদ আলী বলেন, ‘আমাদের কূটনৈতিক উদ্যোগ ও জনসংযোগ কার্যক্রমের ফলেই আজ আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যুটি এখন গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরিয়া ফর্মূলা সভার আয়োজন এবং সভায় দেয়া সব সদস্যের বক্তব্য থেকে এটি পরিষ্কার যে, রোহিঙ্গা সমস্যা সমাধনে আন্তর্জাতিক মহল গভীরভাবে নিয়োজিত আছে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পক্ষে যে জনমত সৃষ্টি হয়েছে তা সামনে আরও দৃঢ়তম হবে বলে আমরা আশা করছি।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৮, ২০১৭)