ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় ফের স্থগিতাদেশ
দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আট দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে দেশটির একটি আদালত।
মঙ্গলবার এক ফেডারেল বিচারক স্থগিতাদেশ জারি করেন। চলতি সপ্তাহেই এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিলো। খবর- বিবিসির।
খবরে বলা হয়, এই রায়ে আরও একবার চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা। বিশেষজ্ঞরা মনে করেন, শেষ পর্যন্ত এটি সুপ্রিম কোর্টে গড়াবে।
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় সাত মুসলিম প্রধান দেশ ইরান, লিবিয়া. সিরিয়া, ইয়েমেন, সোমায়িলা ও চাদের সঙ্গে উত্তর কোরিয়ার নাগরিকরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারাও। এর আগে ৬টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর এই নিষেধাজ্ঞঅ জারি করা হলেও সুপ্রিমকোর্ট বাধা দেয়।
হাওয়াইয়ের একটি আদালতের ট্রাম্পের এই নিষেধাজ্ঞা আটকে দেওয়া হয়। বুধবার থেকেই এটি কার্যকর হর্ওয়ার কথা ছিলো। রায়ে বলা হয়, প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নেওয়ার নির্বাহী ক্ষমতা নেই। গত মার্চে স্থগিতাদেশ জারি করা মার্কিন ডিস্টিক্ট জাজ ডেরিক ওয়াটসন নতুন এই রায় দিয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৮, ২০১৭)