রংপুরের জার্সিতে বিপিএলে ম্যাককালাম
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) –এ খেলতে আসছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায় ব্রেন্ডন ম্যাককালাম। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি২০ ক্রিকেট আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি।
তবে রংপুরের প্রথম তিনটি ম্যাচে ম্যাককালামকে মাঠে দেখা যাবে না। তিনি যোগ দেবেন ১৫ নভেম্বরের পর।
জানা গেছে, টি২০ গ্লোবাল লিগ স্থগিত হওয়ায় বিপিএলে খেলতে রাজি হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ফলে এবারের বিপিএলে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকে একসঙ্গে ইনিংস ওপেন করতে দেখবেন দর্শকরা। নিঃসন্দেহে যা হবে আকর্ষণীয় একটি বিষয়। কেননা, গেইল ও ম্যাককালাম দু’জনই বিধ্বংসী ব্যাটসম্যান। বোলারদের জন্য ত্রাসের কারণ তারা।
ভারতের আইপিএলে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট লায়ন্সের জার্সিতে ভারতীয় দর্শকদের মন মাতানো ম্যাককালাম সর্বশেষ ক্যারিবীয় প্রিমিয়ার লিগ শিরোপা জিতে এসেছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছিলেন তিনি।
প্রথমবারের মতো বিপিএলে খেলতে নেমে ম্যাককালাম রংপুর রাইডার্সকে কতটা সাফল্য এনে দিতে পারেন, এটাই এখন কৌতুহলের বিষয়!
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১৯, ২০১৭)