গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গাজীপুর থেকে সেনাবাহিনীর সাবেক তিনজন সদস্যসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম, মেজর র‌্যাংক ব্যাজ, সীল, ভুয়া নিয়োগপত্র সহ নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

নিজ অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর ভুয়া মেজর সাকিব হাসান লিটন, তার পি এ মুঞ্জুরুল হোসেন, ভুয়া ওয়ারেন্ট অফিসার এমদাদুল ইসলাম ও অফিস সহকারী আব্দুর রাজ্জাককে নগরির জয়দেবপুরের বোর্ডবাজার ও চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ওইসব বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। তারা সেনাবাহিনী থেকে চাকুরীচ্যুত হয়ে বর্তমানে কর্মরত কতিপয় সেনাসদস্যের সহায়তায় লোকজনকে চাকুরী দেয়ার নামে প্রতারণা করে আসছে। তারা গাজীপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুরসহ বিভিন্ন এলাকার অনেক লোকজনকে চাকুরীর নিয়োগপত্র দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১৯, ২০১৭)