আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৪৩

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সেনা ঘাঁটিতে এক আত্মঘাতী হামলায় অন্তত ৪৩ আফগান সৈন্য প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে তালেবান গ্রুপ।
দেশটির নিরাপত্তা ঘাঁটিতে গত এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় হামলার ঘটনা।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কান্দাহার প্রদেশের মাইবান্দ জেলার চাশমো এলাকার সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এতে নয় সৈন্য আহত হয়েছে।
বিবৃতিতে ১০ জঙ্গির নিহত হওয়ার কথাও বলা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, হামলাকারীরা বিস্ফোরক ভর্তি অন্তত একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে।
এদিকে, সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করে দাবি করেছে যে ঘাঁটির ৬০ জন সেনাই নিহত হয়েছে।
তবে নিজেদের লোকের হতাহতের বিষয়ে তারা কিছু বলে নি।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১৯, ২০১৭)