চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে দুই লাখ পিস ইয়াবা, দুটি পিস্তল এবং একটি শুটারগান উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) ভোরে মহানগরীর আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনির একটি মাদ্রাসার পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, বরিশাল কলোনিতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছিল। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মোহাম্মদ ফারুকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই লাখ পিস ইয়াবা, দুটি পিস্তল ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২০, ২০১৭)