বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ আরোহী নিহত
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে প্রাইভেট কার ও কোচের মুখোমুখী সংঘর্ষে চিকিৎসকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহত ৩ জনই প্রাইভেট কারের আরোহী ছিলেন।
দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার ১১ মাইল কান্তাফার্মের সামনে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ডাঃ সামিউল কবীর রাসেল (৪২), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাকের পুত্র শফিউল আলম (৪৫) ও প্রাইভেটকার চালক আজিজুর রহমানের পুত্র শাহজাহান আলী ভুট্টু (৩০)।
ডাঃ সামিউল কবীর রাসেল রংপুর ডায়াবেটিক হাসপাতালের একজন চিকিৎসক। তিনি রংপুর শহরে অবস্থান করলেও তার বাড়ী ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায়। প্রতি শুক্রবার তিনি রংপুর থেকে ঠাকুগাঁওয়ে গিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখতেন। শুক্রবার বিকেলে তিনি ঠাকুরগাঁওয়ে রোগী দেখে বিকেলে রংপুর ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাবিল পরিবহন নামে একটি কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে কাহারোল উপজেলার ১১ মাইল কান্তাফার্ম নামক স্থানে পৌঁছালে বিপরীতগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ বাকি দু’জনের মৃত্যু হয়।
কাহারোল থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২০, ২০১৭)