দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কর্নেল তাহেরের কবরে মাফ চাওয়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘যে কর্নেল তাহের আপনার স্বামীর জীবন ভিক্ষা দিয়েছিলেন, তার কবরে গিয়ে মাফ চান। স্বামীর পাপের প্রায়শ্চিত্ত করুন।’

রাজধানীর গুলিস্তানে বৃহস্পতিবার সন্ধ্যায় জাসদ কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে ‘৭ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান দিবস’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ‍তিনি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া জামায়াতের ট্রেনে চড়ে পাকিস্তান-আফগানিস্তানের পথে যাত্রা শুরু করেছেন। এ ট্রেন আটকাতে হবে। খালেদাকে নামাতে হবে। আর না নামলে তাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করতে হবে।’

এসময় তিনি খালেদা জিয়াকে বলেন, ‘আপনি জামায়াত-হেফাজতের ট্রেন থেকে নামুন, সংলাপে বসুন, সমঝোতায় আসুন। পাকিস্তানিরা বাংলার মাটিতে পরাজিত হয়েছে। বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান নেই।’

তিনি আরো বলেন, ‘জামায়াত-জঙ্গিবাদ ত্যাগ করা না করার সিদ্বান্ত আপনার। তবে সিদ্বান্ত আপনাকে নিতেই হবে, আপনি বাংলাদেশের পক্ষে থাকবেন না কি যুদ্ধাপরাধীদের পক্ষে থাকবেন। আপনি বাংলাদেশের পক্ষে থাকবেন, না কি তেঁতুল হুজুরদের পক্ষে থাকবেন। আর ওদের পক্ষে থাকলে যুদ্ধাপরাধীদের যে পরিণতি হবে আপনাকেও সে পরণতি ভোগ করতে হবে।’

জাসদ সভাপতি ইনু বলেন, ‘গোলাম আযম রাজাকারদের জন্মদাতা, জিয়াউর রহমান দ্বিতীয় জন্মদাতা আর খালেদা হলেন জঙ্গিবাদের মাতা। কেননা জনগণ যখন জঙ্গিবাদী, জামাতীদের নিষিদ্ধ ও দমনে ঐক্যবদ্ধ তখন বেগম খালেদা জিয়া ওদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের ষড়যন্ত্র করছেন। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন।’

আলোচনা সভায় জাসদের কার্যকরি সভাপতি মাঈনুদ্দীন খান বাদল বলেন, ‘বেগম খালেদা জিয়া সিরিয়াল কিলার, আর এ হত্যার রাজনীতি উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। আর বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে তিন বছরে ওদের পিঠের চামড়া থাকবে না।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য মীর হোসেন আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সার্জেন্ট রফিকুল ইসলাম বীর প্রতীক, মো. খালেদ, এ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এসএ/এআইএম/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)