বরিশাল অফিস : বরিশালে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা বর্ষণ অব্যাহত রয়েছে। শনিবার সকাল বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুট ভোলা ও মজুচৌধুরীরহাটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিচুজ্জামন বলেন, সাগরের নিম্নচাপ দুর্বল হয়ে যাচ্ছে। এতে করে শনিবার যে হারে বর্ষা হচ্ছে তাতে করে রবিবার থেকে আবহাওয়া ভালো হতে পারে। এদিন সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর স্বাভাবিকের চেয়ে ১ থেকে সর্বোচ্চ ২ ফুট পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে বৃষ্টি কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বরিশাল নগরজুড়ে। সদররোড থেকে বগুড়া রোড, কালিবাড়ি রোড, বাংলা বাজার, ফজলুল হক এভিনিউ, বটতলা, ব্যপ্টিস্ট মিশন সড়কগুলো তলিয়ে যাওয়াতে নগরবাসির চলাচলে সমস্যা হচ্ছে। বিঘ্নিত হচ্ছে শ্রমজীবী মানুষের কার্যক্রম।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৭)