টি২০ দলে মুমিনুল-লিটন
দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার (২১ অক্টোবর) এই দল ঘোষণা করা হয়েছে।
দলে সিনিয়র ক্রিকেটার বলতে রয়েছেন তিনজন; সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া বাকিরা সবাই তরুণই।
মাশরাফি বিন মর্তুজা টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ায় স্বভাবতই দলে তার নাম নেই। অন্যদিকে, ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের ১৪ সদস্যের দলে চমক হয়ে এসেছে কয়েকটি নাম। দীর্ঘ দিন পর টি২০ দলে সুযোগ পেয়েছেন ‘টেস্ট ব্যাটসম্যান’ তকমা পাওয়া মুমিনুল হক। সর্বশেষ ২০১৪ সালে টি২০ বিশ্বকাপে খেলেছিলেন তিনি।
এ ছাড়া টি-টোয়েন্টি দলে দীর্ঘ দিন পর সুযোগ দেওয়া হয়েছে উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান লিটন দাসকে। সর্বশেষ ২০১৫ সালে কোনো আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছিলেন তিনি।
লিটনকে দলে নেওয়ায় বাদ পড়েছেন উইকেটরক্ষ কাম ব্যাটসম্যান নুরুল হাসান।
মূলত দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে স্কোয়াডের ওপরই টি২০ সিরিজের জন্য ভরসা রেখেছেন বাংলাদেশের নির্বাচকরা।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ ম্যাচটি হবে ২৬ অক্টোবর, ব্লুমফন্টেইনে। ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচ, ভেন্যু পচেফস্ট্রুম।
বাংলাদেশের টি২০ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২১, ২০১৭)