পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অতিবৃষ্টিতে রেললাইনের নিচ থেকে মাটি দেবে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সাড়ে ৭টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা ওই রুটের একটি লোকাল ট্রেন থামিয়ে দেয়।

এতে ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও ওই রুটে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

চাটমোহ উপজেলার গোয়াখোড়া ভাঙ্গুরা স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইনের নিচ থেকে মাটি সরে গেছে বলে স্থানীয়রা জানায়।

রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিন জানান, নরম মাটি হওয়ায় অতিবর্ষণের কারণে রেললাইনের কিছু অংশ দেবে গেছে। মেরামতের কাজ চলছে, দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে আশা করছি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৭)