দ্য রিপোর্ট ডেস্ক : ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রবিবার (২২ অক্টোবর) দুপুরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এটা বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। শেষ ম্যাচটি জিতে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চায় ব্যবধান ৩-০ করতে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে হার মানে বাংলাদেশ। পরের ম্যাচেও হারের লজ্জাকে সঙ্গী করে হাথুরুসিংহের শিষ্যরা। সেই হারে সিরিজও হারে বাংলাদেশ।

রবিবারের সিরিজের শেষ ম্যাচটি অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার ৫০ তম ওয়ানডে। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য এটাই ভালো উপলক্ষ। দল হিসেবে অনেকদিন পর এমন চাপের মুখে পড়েছে টাইগারা। অপরিচিত কন্ডিশনে মানিয়ে নিতে না পারাই হয়ত একটি বড় কারণ। তবুও রবিবার একটি মাইলফলকের ম্যাচ। এমন ম্যাচে কখনই হতাশ করেনি টাইগাররা। দল হিসেবে সম্মিলিত পারফরম্যান্সে একটি জয় এখন খুব প্রয়োজন বাংলাদেশের।

শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না তামিম ইকবাল। ইনজুরিতে পড়েছেন তিনি। সে কারণে ইমরুল কায়েস থাকতে পারেন একাদশে। লিটন দাস ও সৌম্য সরকার উদ্বোধনও করতে পারেন। একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ।

তার আগে চলুন দেখে নেওয়া যাক শেষ ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. সৌম্য সরকার
২. লিটন কুমার দাস
৩. ইমরুল কায়েস
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. সাব্বির রহমান
৮. মেহেদী হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. রুবেল হোসেন
১১. তাসকিন আহমেদ।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৭)