চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে এক যুবককে গুলি করার ঘটনায় উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জুকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) রাতে অফিসার্স ক্লাবে মঞ্জুকে আটক করা হয়।

গুলিবিদ্ধ যুবক আনোয়ারা উপজেলা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো. আলমগীরের ছোট ভাই মো. জয়নাল।

বন্দরনগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে শনিবার রাতে ওই গুলির ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জু ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি যুবলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আর যাকে তিনি গুলি করেছেন, সেই মো. জয়নাল আনোয়ারা উপজেলা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো. আলমগীরের ছোট ভাই বলে জানান ওসি।

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, রাতে অফিসার্স ক্লাবে তাদের কথা কাটাকাটি হয়। পরে মঞ্জু পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত জয়নালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর মঞ্জুকে আটক করে থানায় নিয়ে যায়। ওই পিস্তলের লাইসেন্স রয়েছে বলে মঞ্জু জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৭)