ডেমরায় ফ্ল্যাটে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ডেমরার কোনাপাড়ায় একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছেন।
রবিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ডেমরার ডগাইল আল আমিন রোডের একটি তৃতীয় তলা ভবনের দোতলায় এই দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসী (৩৫), তাদের সন্তান ইমন (১৫), শিপন (১২) ও তাসিন (২), আলমগীরের ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৮) এবং সাবলেট ভাড়াটিয়া আরিফ (৩৪)।
দগ্ধ ফেরদৌসী জানান, তারা সবাই ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ছেলেদের চিৎকার শুনে তারা জেগে ওঠেন। কিছু বোঝার আগেই দেখেন সবার শরীর আগুনে ঝলসে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এর মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৭)