শাহজালালে ১৫ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীসহ ৯ টুকরা (৩৪৮ গ্রাম) সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক স্বর্ণের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ওই যাত্রী BG087 ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল আয়নাল প্রামাণিকে (পাসপোর্ট নাম্বার: BN 0926810) আটক করে।
এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, ওই যাত্রী রোববার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে সোনার বার থাকার কথা অস্বীকর করেন। পরে তল্লাশিতে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয় টুকরা সোনা পাওয়া যায়।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৭)