দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়াল মাইদুগুরি শহরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হর্য়েছেন পাঁচজন।

সোমবার (২৩ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাম করেছে।

খবরে বলা হয়, রবিবার সন্ধ্যায় শহরের মুনা গারাজ এলাকায় এই হামলা চালানো হয়। পুলিশ কমিশনার ডেমিয়েন চুকু বলেন, বিগত এক মাসের সহিংসতায় এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

চুকু বলেন, একইদিনে পৃথক এক আত্মঘাতী হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।

দেশটিতে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সঙ্গে নয়মাস ধরে যুদ্ধ করছে সরকারি বাহিনী। ওই অঞ্চলে ২০ লাখ মানুষ বাস করে। বাকিরা সবাই পালিয়ে গেছেন। বোকো হারামের সঙ্গে সহিংসতায় এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৭)