দিরিপোর্ট২৪ ডেস্ক: ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লতা মুঙ্গেশকরের পথে হাঁটলেন না রাজ্যসভার সদস্য, বিখ্যাত লেখক ও সুরকার জাভেদ আখতার। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে লতা মুঙ্গেশকর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে সমর্থন জানালেও জাভেদ আখতারের কণ্ঠে শোনা গেল আরেক সুর। খবর জিনিউজের।

জাভেদ জানান, ৯০ ভাগ ভারতীয় মনে করে নরেন্দ্র মোদি রাষ্ট্র-বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। খুদে ব্লগিং সাইট টুইটারে জাভেদ বৃহস্পতিবার এ কথা জানান।

অবশ্য মোদির প্রতি জাভেদের অনাস্থা এই প্রথম নয়। এর আগে অক্টোবর মাসে জাভেদ আখতার বলেছিলেন, নরেন্দ্র মোদি কখনোই ভালো প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ মোদি শুধু সম্প্রদায়িক দাঙ্গার উস্কানিদাতায় নন, অগণতান্ত্রিকও।

জাভেদের ওই মন্তব্যের পর মোদির সমর্থকরা তাকে ‘অশোভন বার্তা’ পাঠিয়েছিল।

এ ব্যাপারে জাভেদ আখতার টুইটারে বলেন, ‘মোদি-প্রেমীদের কাছ থেকে আমি অশোভন, অভদ্রোচিত ও কুৎসিত বার্তা পেয়েছি। এতেই প্রমাণিত হয় মোদির সমর্থকরা নিম্ন শ্রেণির মানুষ।’

(দিরিপোর্ট২৪/ কেএন/ এমডি/নভেম্বর ০৭, ২০১৩)