এবারও রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে বিকন ফার্মা
দ্য রিপোর্ট ডেস্ক : আগের অর্থবছরের মতো ২০১৬-২০১৭ অর্থবছরের রিজার্ভ থেকে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিকন ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৬-১৭ অর্থবছরে বিকন ফার্মার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। এর বিপরীতে কোম্পানির পর্ষদ ৫ শতাংশ হিসাবে প্রতিটি শেয়ারে ৫০ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে প্রতিটি শেয়ারে ৫ পয়সা রিজার্ভ থেকে দিতে হবে।
২৩১ কোট টাকার পরিশোধিত মূলধনের বিকন ফার্মায় ৬৫ কোটি ৭৫ লাখ টাকার রিজার্ভ রয়েছে। অর্থাৎ বিগত বছরগুলোতে মুনাফার তুলনায় কম লভ্যাংশ দিয়ে এ রিজার্ভ সংরক্ষণ করা হয়েছে। যেখানে থেকে এ বছর ১ কোটি ১৬ লাখ টাকা লভ্যাংশ আকারে প্রদান করা হবে।
এদিকে ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির ২০১৫-১৬ অর্থবছরে ইপিএস হয়েছিল ২৭ পয়সা। এর বিপরীতেও ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছিল। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ারপ্রতি ৫ কোটি ৩১ লাখ টাকার লভ্যাংশ রিজার্ভ থেকে দিয়েছিল।
উল্লেখ্য রবিবার (২২ অক্টোবর) লেনদেন শেষে বিকন ফার্মার শেয়ার দর রয়েছে ২১.৭০ টাকায়।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৭)