গ্লাক্সোস্মিথক্লাইনের ইপিএস বেড়েছে
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে আয় করেছিল ১১ টাকা ৪৫ পয়সা।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আর (জানুয়ারি-সেপ্টেম্বর’১৭) প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ টাকা ৭৮ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৩৬ টাকা ৭৭ পয়সা।
সেপ্টেম্বর, শেষে মাসে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২০৪ টাকা ৪৩ পয়সা।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৭)