‘মারজানের বোন’ খাদিজা তিন দিনের রিমান্ডে
যশোর অফিস : যশোরে ‘জঙ্গি আস্তানা’থেকে আটক খাদিজা আক্তারের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, খাদিজা আক্তার হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা মারজানের বোন। গত ৬ জুন বন্ধুকযুদ্ধে নিহত হয় মারজান। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জন নিরীহ মানুষকে হত্যা করে জঙ্গিরা। এ ছাড়ো তাদের ছোঁড়া গ্রেনেডে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।
চলতি বছর ৯ অক্টোবর যশোরের ঘোপ এলাকার একটি বাড়িতে (জঙ্গি আস্তানা) অভিযান চালায় পুলিশ। অভিযানের প্রায় ১৭ ঘন্টা পর তিন শিশু সন্তানসহ আত্মসমাপর্ণ করেন খাদিজা। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ১৯ অক্টোবর শুনানির দিনে খাদিজার আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে ২৩ অক্টোবর ধার্য করা হয়। শুনানি শেষে সোমবার খাদিজার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৩, ২০১৭)