দ্য রিপোর্ট প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভর্সিটি হসপিটালে তাকে ভর্তি করা হবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা।

 

 

তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভর্সিটি হসপিটালে বাবার (তরিকুল ইসলাম) চিকিৎসা হবে।

বিগত চারদলীয় জোট সরকারের সময় তথ্য এবং পরিবেশ ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করা তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গতবছরও তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন।

স্ত্রী নার্গিস বেগম এবং দুই ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও শান্তনু ইসলাম সমিত তরিকুল ইসলামের সঙ্গেসিঙ্গাপুর গেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৭)