মাওবাদের পর এবার শি-বাদ
দ্য রিপোর্ট ডেস্ক : প্রেসিডেন্ট শি জিনপিং-এর চিন্তাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে চীনের কমিউনিস্ট পার্টি। এর মাধ্যমে নেতা হিসেবে কিংবদন্তি মাও সেতুংয়ের সমমর্যাদায় আসীন হলেন শি জিনপিং। মতাদর্শের মর্যাদা পাওয়ায় মাও-এর মতবাদ যেমন মাওবাদ হিসেবে বিবেচিত হয়, শি’র চিন্তাধারাও বিবেচিত হবে শি-বাদ হিসেবে। এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ এখন থেকে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধের অবস্থান বলে বিবেচিত হবে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশ ‘কমিউনিস্ট পার্টির সম্মেলন’-এর শেষ দিনে এই সিদ্ধান্ত হয়। বেইজিং এর গ্রেট হলে চূড়ান্ত এ অনুমোদন প্রক্রিয়ায় অংশ নেন কমিউনিস্ট পার্টির ২ হাজার ২০০ প্রতিনিধি। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।
আধুনিক চীনের রূপকার হিসেবে স্বীকৃত মাও সে তুং। এতদিন চীনের কমিউনিস্ট পার্টির দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা একমাত্র তারই ছিল। শি জিনপিং দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই মর্যাদায় আসীন হলেন।
২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শাসন ক্ষমতায় আরো বেশি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন শি জিনপিং। আগামী পাঁচ বছরের জন্য তিনি আবার প্রেসিডেন্ট হচ্ছেন।
একদলীয় শাসন ব্যবস্থার চীনে কমিউনিস্ট পার্টির কংগ্রেস থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পাঁচ বছর সরকার কী কী করবে এবং নীতিগত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা মতো মনোনিত নেতাদের হাতে ক্ষমতা দেওয়া হয়।
গত ১৮ অক্টোবর শুরু হওয়া চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে দেশ পরিচালনায় আগামী পাঁচ বছরের ভিশন-মিশন চূড়ান্ত করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৪, ২০১৭)