‘জঙ্গি’ মোজাফ্ফরের রিমান্ড শুনানি বৃহস্পতিবার
যশোর অফিস : যশোরে সোমবার রাতে অভিযান চালানো ‘জঙ্গি আস্তানার’ মালিক মোজাফ্ফর হোসেনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) যশোর সিনিয়র ম্যাজিস্ট্রে বুলবুল ইসলামের আদালতে তাকে হাজির করে এই আবেদন করা হয়। বিচারক বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও শফিউদ্দিন।
সোমবার সন্ধ্যার পর ‘জঙ্গি আস্তানা’ হিসেবে শহরতলীর পাগলাদহ এলাকার বাসিন্দা যশোর এমএম কলেজের পুরাতন হোস্টেল মসজিদের ইমাম মোজাফ্ফর হোসেনের বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরে রাত সাড়ে ১০টার দিকে অভিযান শেষ করে পুলিশ সুপার জানান, বাড়িটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে বাড়ি মালিককে।
এ ঘটনায় তোয়োয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন। মামলায় মোজাফ্ফর ছাড়ায় অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
বাড়িটির মালিকের নামে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মালিক সন্ধান পেয়েছে পুলিশ।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৪, ২০১৭)