খুদে ভক্তের চিঠিতে আপ্লুত তামিম
দ্য রিপোর্ট প্রতিবেদক : ভক্তের ভালাবাসা পেতে কার না ভালো লাগে? আর সেই ভক্তটি যদি হয় কোনো শিশু তাহলে যে কোনো তারকারই আনন্দে ভেসে যাওয়ার কথা। বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র তামিম ইকবালও তেমন আনন্দেই ভাসছেন। বন্ধু হতে চেয়ে এক ক্ষুদে ভক্তের চিঠি আনন্দে আপ্লুত করেছে বাংলাদেশের এই অন্যতম সেরা ব্যাটসম্যানকে।
তাদওয়ার ইয়াজদান সাইয়ান নামের এক খুদে ভক্ত তামিমের বন্ধু হতে চেয়ে চিঠি লিখেছে। মঙ্গলবার তামিম নিজেই সেই চিঠি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।
চিঠিতে দেখা যায়, গত বছরের নভেম্বরে তামিম ইকবালকে একটি চিঠি লিখে ছোট্ট সাইয়ান। পেন্সিলে লিখা তার ইংলিশ চিঠিটি বাংলা করলে দাঁড়ায়, ‘প্রিয় তামিম। আমি তাদওয়ার ইয়াজদান সাইয়ান। আপনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আমি আপনার মতো হতে চাই। আমি আপনার বিশাল ভক্ত। আমার সাথে বন্ধুত্ব করবেন? আমি শুধু আপনার মতো হতে চাই। আমরা কি লাঞ্চে একসাথে দেখা করতে পারি ও একসাথে খেতে পারি?- ভালোবাসা, তাদওয়ার।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম তার সেই ক্ষুদে ভক্তের লিখা চিঠিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি মনে করি, আল্লাহর দেয়া অন্যতম সৃষ্টি ক্রিকেট। আর সম্ভবত সারা দুনিয়াব্যাপি ক্রিকেট ভক্তদের তাদের দেশের ক্রিকেটারদের প্রতি ভালোবাসা একই রকম। আমার অসাধারণ ভক্তদের জন্য (চিঠিটি), যাদের জন্য আমরা খেলি।’
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৪, ২০১৭)