আফগানিস্তানে বিমান হামলা, ১৩ জঙ্গি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে বিমান হামলায় অন্তত ১৩ জঙ্গি নিহত হয়েছেন।
মঙ্গলবার সামরিক বাহিনী এই হামলা চালায়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সেখানে অভিযান চালিয়ে তালেবান জঙ্গিদের চারটি গোপন আস্তানা এবং বিভিন্ন হামলার কাজে ব্যবহার করা তিনটি মটর সাইকেল গুঁড়িয়ে দেয় সেনাবাহিনী।
সামরিক বাহিনীর মুখপাত্র নাসরাতুল্লাহ জমশিদি বলেন, এ বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত হয়। তবে এ সামরিক অভিযানে কোন বেসামরিক লোক হতাহত হয়নি।
তবে তালেবানের পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৭)