রাবি প্রতিনিধি : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সাকিব জোবায়ের আহত হয়েছেন। তিনি রুয়েটের আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের প্রভাষক।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত শিক্ষককে রুয়েটের চিকিৎসা কেন্দ্রে প্রথামকি চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে রুয়েটের উপ-ছাত্র কল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর সাহা বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই শিক্ষক তার বাসা থেকে বের হয়ে অক্ট্রয় মোড়ের দিকে আসছিলেন। ওই সময় তিনজন লোক তাকে পথরোধ করে মারধর করে এবং তার হাতে ও পায়ের তালুতে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শুনেছি রুয়েটের একজন শিক্ষককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি ও থানায় কোন অভিযোগও আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৭)