সন্তানের দু’টুকরো দেহ আরো অর্থহীন করে গেলো ফাতেমার জীবন
নারায়ণগঞ্জ প্রতিনিধি, দ্য রিপোর্ট:
অভাবের সংসারে ভ্যানচালক স্বামীর সঙ্গে নিত্য দিনের ঝগড়া ঝাটি। জীবনকে অর্থহীন মনে হয় ফাতেমার। পাঁচ বছরের বুকের ধন ফাহিমকে কার কাছে রেখে যাবেন- তাই তাকে নিয়েই ঝাপিয়ে পড়তে চাইলেন চলন্ত ট্রেনের নিচে।প্রথমে ছেলেকে ছুড়ে দিলেন দ্রুতগতির ট্রেনের নিচে। দু’টকুরো হয়ে যায় ফাহিম। পরক্ষণেই নিজে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু ততক্ষনে ট্রেন তাকে ধাক্কা মেরে দ্রুতগতিতে চলে যায় সামনে। আহত হন ফাতেমা। নিজে বেঁচে আছেন- সামনে শিশু সন্তানের দু’খন্ড নিথর দেহ। ট্রেনের ধাক্কা খেয়ে এভাবে বেঁচে যাওয়ায় ফাতেমার জীবন যেন আরো বেশী অর্থহীন হয়ে গেলো। এ ঘটনা নারায়নগঞ্জ ফতুল্লা এলাকায় বুধবার সকাল ১০টার দিকে।
ফাতেমার সঙ্গে আসা এক ব্যাক্তি জানান,বাদশা এক জন ভ্যান চালক ।তার তিন স্ত্রী ।ফাতেমা তার তৃতীয় স্ত্রী ।অভাবের কারণে ফাতেমার সাথে বাদশার রোজই ঝগড়া হয় । বিচার আচার করেও কোন সুফল পায়নি ফাতেমা। তাই নিজ সন্তান ফাহিমকে নিয়ে সকালে চলন্ত ট্রেনে ঝাপ দেয় ।ট্রেনের ধাক্কায় মা ফাতেমা ছিটকে পড়ে রেলের পাশে ।আর ছেলে দু টুকরা হয়ে যায় ।ঘটনা স্থলে মারা যায় ।
ফতুল্লা রেলষ্টশনের মাস্টার শাহাদাত জানান, শুনেছেন হক বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক জন নিহত হয়েছে ।আর অপর একজন আহত হয়েছে ।তবে কেউ কোন খবর আমাদের দেয়নি ।
৩ ‘শ শষ্যা বিশিষ্ট হাসপাতালের ডা: জান্নাতুল নাঈম জানান, ট্রেনে ধাক্কা খেয়ে ফাতেমা নামে এক নারী আহত অবস্থায় এসে ছিল ।তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে ।