শাহজালাল ব্যাংকের মুনাফা বেড়েছে
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের শাহজালাল ইসলামী ব্যাংকের চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিলো ১.১৭ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০.২৪ টাকা।
এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিলো ০.৪০ টাকা।
আর ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১৭.৩১ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৫.৮৮ টাকা।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৬, ২০১৭)