খুলনা ব্যুরো : খুলনায় শায়লা আক্তার মিম (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে খুলনার হাজী ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে খুলনা রায়ের মহলের ব্যাংক পাড়ায় সেলিম শেখের বাসা থেকে গলায় দড়ি লাগানো অবস্থায় মিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল করিম জানান, কয়েকদিন আগে মিমের পিতা সেলিম শেখ থানায় মৌখিক অভিযোগ করেছিলেন যে তার মেয়েকে জোর করে  নিয়ে গেছে প্রতিবেশী এক যুবক। সেই যুবককের বাসায় পুলিশ খোজ নিতে গেলে গতকাল রাতে শায়লা আবার নিজ বাসায় ফিরে আসে। তিনি জানান, এ ব্যাপারে তখন কোন মামলা নেয়া হয়নি।

আড়াং ঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, তিনি ঘটনা স্থলে পুলিশের গাড়ী পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে কোন মামলা হয়নি।

নিহত মিমের মামা এবং চাচী দাবি করেছেন যে মেয়েটির বয়স ১৮ বছর। তাকে তিন মাস আগে পারিবারিক ভাবে অন্যত্র বিয়ে দেয়া হয়েছিল। কিন্তু কেন সে আত্নহত্যা করলো সে বিষয় কেউ মুখ খুলেছে না।

এলাকাবাসীর অভিযোগ, বাল্যবিবাহর করুণ শিকার এই শায়লা আক্তার মিম।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৬, ২০১৭)