নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (১০) নামা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১ টায় উপজেলার হাটাব-মিঠাব খেয়া ঘাট এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম জানান, স্থানীয়রা শীতলক্ষ্যা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, লাশটির গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে শিশুটির নাম-পরিচয় কিছুই জানা যায় নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে । ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৬, ২০১৭)