দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 ফখরুল বলেছেন, ‘নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন, সংসদ ভেঙে দেয়া এবং সেনা মোতায়েন না হলে নির্বাচন অর্থবহ হবে না। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে আগের নির্বাচনের পুনরাবৃত্তি হবে।।’

 শুক্রবার যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে  পুষ্পঅর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা দুই দিন আগে বলেছি, নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা- এটা আসলে লোক দেখানো আলোচনা, একটা আইওয়াশ। কারণ প্রথম থেকে তারা (নির্বাচন কমিশন) বলে আসছেন, তারা তাদের এখতিয়ারের বাইরে কোনো কাজ করতে পারবেন না।

বিএনপি মহাসচিব আরো বলেছেন, ‘এখতিয়ারের বাইরের কাজ দুইটা- নির্বাচনকালীন সময়ে তাদের একটা নিরপেক্ষ সরকার দরকার। অন্যটা হচ্ছে, নির্বাচনের সময়ে পার্লামেন্ট ভেঙে দেওয়া অর্থাৎ বর্তমান সংসদ না রাখা। তারা এই দুইটাই যদি না পারেন তাহলে এই নির্বাচন কখনোই অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। যে কারণে আমি মনে করি, নির্বাচন কমিশনের এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন যে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাসাপেক্ষে তারা নির্বাচন পরিচালনা করবেন।’

বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপকে লোক দেখানো বলে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘যদি নির্বাচনকালীন সরকার গঠন করা না হয়, সংসদ যদি ভেঙে দেয়া না হয় এবং নির্বাচনে যদি সেনা মোতায়েন না করা হয়, তাহলে সেই নির্বাচন অর্থবহ হবে না। নির্বাচন কারও কাছে গ্রহণযোগ্য হবে না।।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৭, ২০১৭)