কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে ক্যাম্পবাসী রোহিঙ্গারা।

শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বালুখালী ক্যাম্প থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতিকালে তাদের আটক করে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র তাদের কাছ থেকে উদ্বার করা হয়।

পালংখালী ইউপির বালুখালী এলাকার সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী জানান, যাদেরকে আটক করা হয়েছে তারা সবাই রোহিঙ্গা বলে জানা গেছে। তারা আলইয়াকিন বা আরসার সদস্য বলে ক্যাম্পবাসীরা ধারণা করছেন।

তিনি আরও জনান, এ বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৭)