নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী আসলাম গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা আসলাম ফতুল্লা মডেল থানার ১৩ নম্বার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার পঞ্চবটি হরিহরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসলাম(৪০) হরিহরপাড়া এলাকার মৃত লাল চাঁন মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, আসলামের বিরুদ্ধে ২টি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি পঞ্চবটি এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজীসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাফিউল ও এএসআই গফফার আসলামকে গ্রেফতার করেছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৭)