দ্য রিপোর্ট ডেস্ক : তাজমহল চত্বরে শুক্রবার জুমার নামাজ বন্ধের দাবি তুলেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস।

শুক্রবার (২৭ অক্টোবর) সংগঠনটির শাখা অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি এ দাবি জানায়। খবর- আনন্দবাজার পত্রিকা।

তাদের দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেওয়া হোক, না হলে বন্ধ হোক নামাজ।

সংগঠনের এক কর্তা ড. বালমুকুন্দ পান্ডে এ দিন বলেন, তাজ আমাদের জাতীয় সম্পদ। তা হলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার হবে? এখনে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত।

তাজমহলের গা ঘেঁষেই রয়েছে মসজিদ। তাই জুম্মার নামাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সেদিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজ।

এই প্রসঙ্গে মসজিদের ইমাম বলেন, সমাধির ওপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে একটা সমাধানের পথ খোঁজা উচিত।

কয়েক দিন আগে, তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করেছিল যোগী আদিত্যনাথের হাতে তৈরি হিন্দু যুবা বাহিনীর সদস্যরা। বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, ‘আজ যেখানে তাজ, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজ মন্দির করে দেওয়া হোক।’

আনন্দবাজার বলছে, দেশের পর্যটন মানচিত্রের অন্যতম আকর্ষণ তাজ নিয়ে জলঘোলা মোটেই পছন্দ করছে না মোদী সরকার। কেন্দ্রের ইঙ্গিতে পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবারই তাজ ঘুরে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আর পরের দিনই তাজমহলে নামাজের ওপর নিষেধাজ্ঞার দাবি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল বলেই মনে করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৭)