দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অবকাশযাপনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। তাকে রাজধানী শহর দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয় ৭০ বছর বয়সী সোনিয়াকে। খবর- এনডিটিভির।

ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সোনিয়া গান্ধীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন সোনিয়া। তিনি চিকিৎসার জন্য কয়েকবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তবে তাঁর দল কংগ্রেস সভাপতির স্বাস্থ্যের বিষয়ে জনসমক্ষে কিছু জানায়নি।

হাসপাতালটির জ্যেষ্ঠ কর্মকর্তা ডা. ডিএস রানা বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে মিসেস সোনিয়া গান্ধীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষায় দেখা গেছে, তিনি পেটে ব্যথা অনুভব করছেন।’

কংগ্রেসের সহসভাপতি ও সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, তাঁর মা পেটের পীড়ায় আক্রান্ত। বর্তমানে তাঁর অবস্থার উন্নতি হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৭)