তাস খেলার বিতর্কে বন্ধুর ছুরিতে বন্ধু খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু সাগর মিয়া (৩৫) নামক এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর-চালকচর গ্রামের মাঝখানে রাস্তায় এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক ফেনী জেলার মজলিশপুর গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন মানিকপুর থেকে দয়াকান্দা পর্যন্ত রাস্তা পুর্নির্মাণের কাজ চলছে। এতে ৭/৮ জন শ্রমিক কাজ করছে। তারা রাস্তার পাশেই থাকতো। শুক্রবার রাতে কয়েকজন মিলে তাস খেলছিল । এই নিয়ে নিহত সাগর ও ঘাতক সুমন মিয়ার মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে শনিবার সকাল ১০টার দিকে দোকানে চা খেতে গেলে সুমন আবারো তর্কে জড়িয়ে সাগরকে ছুরি দিয়ে সজোরো আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাগর মারা যান। আশে পাশে থাকা লোকজন ঘাতক সুমন মিয়াকে আটক করে পুলিশে দেয়।তার বাড়ি নোয়াখালী জেলার কবির হাট গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম।
ওসি আরো জানান, ঘাতক সুমনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।