যশোর অফিস : যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন ইমন (৩০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার বিহারীপাড়া মোড়ে (গুরগোল্লার মোড়) তিনি গুলিবিদ্ধ হন।

পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনোয়ার হোসেন ইমন গুড়গোল্লার মোড়ের আজিমাবাদ কলোনী এলাকার বাসিন্দা।

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী বলেন, ইমন জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি ছিলেন। রাত ১১টার দিকে তিনি শহরের গুরগোল্লার মোড়ে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়। দুটি গুলিই তার বুকে লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ইমন গুরগোল্লার মোড়ে বসে লুডু খেলছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে পিস্তল দিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যান। পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে এ ব্যাপারে কথা বলছি। খুনিদের গ্রেপ্তারে জোরালো চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৯, ২০১৭)