বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার শতখালীতে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইট ভাটা শ্রমিক পিতা- পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছেন- খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের আব্দুর রশিদ (৫০) ও তার পুত্র হাসান আলী (২৫)।
শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, আ. রশিদ ও তার পুত্র হাসান শালিখার শতখালী এলাকার তানিয়া ব্রিকস এ শ্রমিক হিসেবে কর্মরত ছিল। রবিবার দুপুরে ইটভাটায় থাকা বাঁশ সরাতে গেলে তারা দুই জনই বিদ্যুতায়িত হয়। আশংকাজনক অবস্থায় তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৯, ২০১৭)