নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষ, নিহত ৪
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদী উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত ২৫ জন।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
মাধবদী থানার ওসি মো. ইলিয়াস জানান, উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৭টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩০, ২০১৭)