বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আটক ১২
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১২ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
সোমবার (৩০ অক্টোবর) ভোর ৫টার সময় সীমান্তের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা।
আটকদের বাড়ি, নড়াইল,বরিশাল, পিরোজপুর ও খুলনা জেলার বিভিন্ন থানা এলাকার।
বিজিবি জানায়, গোপন একটি খবর আসে অবৈধ পথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রঘুনাথপুর সীমান্তের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৬ জন মহিলা, ৪ জন পুরুষ ও ২ জন শিশুকে আটক করা হয়।
রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুন জানান, অবৈধভাবে ভারত থেকে আসার সময় ১২ জন নারী-পুরুষ আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩০, ২০১৭)