সুন্দরবনে বনদস্যু বাহিনীর প্রধান নিহত
সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আভ্যন্তরীণ সংঘর্ষে বনদস্যু নুর হোসেন বাহিনীর প্রধান নুর হোসেন (৪৮) নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা তার মৃতদেহ লোকালয়ে নিয়ে আসে। সন্ধ্যার আগে কোনো এক সময় সুন্দরবনের চুনকুড়ি এলাকায় নিজ বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নূর হোসেন নিহত হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহত নুর হোসেনের বাড়ির কলারোয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। তার শ্বশুর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, অভ্যন্তরীণ কোন্দলে বাহিনী প্রধান নুর হোসেন নিহত হতে পারে। খবর পেয়ে এস আই মো. লিটন মিয়াকে চুনকুড়ি পাঠানো হয়েছে। তিনি নিহতের মৃতদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে এসেছেন।
নিহতের স্ত্রী টুনির বরাত দিয়ে এস আই মো. লিটন মিয়া জানান, নুর হোসেনের গ্রুপে ৭ জন সদস্য আছে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সে কারণে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে। মঙ্গলবার থানায় এসে তিনি অভিযোগ দেবেন বলে তিনি জানিয়েছেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক শোয়েব খান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ৩০, ২০১৭)