ব্রাসেলসে পুজেমন, রাষ্ট্রদ্রোহের মামলা হচ্ছে
দ্য রিপোর্ট ডেস্ক : কাতালান নেতা কার্লোস পুজেমন স্পেন ত্যাগ করে ব্রাসেলসে গেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু।
কাতালান সরকারের বহিস্কৃত এ প্রেসিডেন্টের বিরুদ্ধে স্পেনের এটর্নি জেনারেল ফৌজদারী ব্যবস্থা নেওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে তিনি বেলজিয়ামের উদ্দেশ্যে দেশ ছাড়েন।
স্পেনের অ্যাটর্নি জেনারেল বলেছেন, বরখাস্ত হওয়া কাতালান সরকার ও ভেঙে দেওয়া কাতালান পার্লামেন্টের নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হচ্ছে।
কাতালান সরকার পার্লামেন্টে একতরফাভাবে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করার কয়েকদিন পর, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা একথা জানালেন।
স্পেনের গণমাধ্যম ইএফই সরকারি সূত্রে এক প্রতিবেদনে জানায়, পুজেমন এখন ব্রাসেলসে।
দেশকে গভীরতর সাংবিধানিক সংকটের মধ্যে ফেলে দেয়ার কারণে ক্ষমতা কুক্ষিগত, রাষ্ট্রদ্রোহ ও জনগণের তহবিল অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হতে পারেন তিনি।
এর আগে শনিবার বেলজিয়ামের অভিবাসন মন্ত্রী থেও ফ্রাঙ্কেন জানান, পুজেমন দেশটিতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার আশা প্রকাশ করছেন।
স্পেনের আইন অনুযায়ী, এই ধরনের আবেদন আদালতের বিচারক বিবেচনায় নেন। এর ফলে কাতালুনিয়ার নেতা কার্লোস পুজেমনও বিচারের মুখোমুখি হতে হবে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৭)