হবিগঞ্জে শিশুধর্ষণ, যুবক আটক
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শফিক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন সন্ধ্যায় অভিযুক্তকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার উম্বেত্তা খাগাউড়া গ্রামের জনৈক ব্যক্তির কন্যা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রীকে (৮) কৌশলে ডেকে নিয়ে যায় একই গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে শফিক মিয়া। পরে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে শফিক পালিয়ে যায়। স্থানীয়রা ও শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে শিশুর পিতা বাহুবল থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে সন্ধায় শফিক মিয়াকে আটক করে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৭)