ঢামেক বহির্বিভাগে তালা ঝুলিয়ে ইন্টার্নিদের অবস্থান
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে তারা হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয়।
পরে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন ইন্টার্নিরা। ফলে সকালে চিকিৎসা নিতে আসা শত শত রোগীর ভোগান্তির স্বীকার হচ্ছেন।
ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে আরেকটি হলো- ভিজিটর কার্ড ছাড়া বহিরাগত কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবেনা।
গত রোববার (২৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে ডক্তারকে মারধরের প্রতিবাদে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলনকারী চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৭)