ইমরুল কায়েস, বাগেরহাট : সমুদ্র্র পথে ভারত থেকে বাংলাদেশে সরাসরি পণ্য পরিবহন শুরু হয়েছে। ভারতের চেন্নাই আর্ন্তজাতিক সমুদ্রবন্দর থেকে ছেড়ে আসা অশোক লে-ল্যান্ড লিমিটেডের ১৮৫টি ট্রাক নিয়ে একটি জাহাজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বাগেরহাটের মোংলা আর্ন্তজাতিক সমুদ্র বন্দরে নোঙ্গর করবে।

মোংলা ট্রাফিক ও বন্দর হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ভারতের কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী নিতিন গড়করি ভারত-বাংলাদেশ জাহাজ চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভারতের চেন্নাই আর্ন্তজাতিক সমুদ্র বন্দর থেকে ট্রাক বোঝাই জাহাজটি শনিবার বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

সমুদ্র্র পথে ভারত থেকে বাংলাদেশে পণ্য পরিবহন শুরু বিষয়ে ভারতের জাহাজ চলাচল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে উভয় দেশের মধ্যে সমুদ্র পথে পণ্য পরিবহনের বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়। শনিবার সমুদ্র পথে পণ্যবাহী জাহাজ চালাচল শুরুর মধ্য দিয়ে সেই চুক্তির বাস্তবায়ন হলো।

দুই দেশের মধ্যে সমুদ্র পথে সরাসরি পন্য পরিবহনের উদ্বোধন করতে গিয়ে ভারতের কেন্দ্রীয় সড়ক, যোগাযোগ ও জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী নিতিন গড়করি জানায়, এর ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো। এতদিন সড়ক পথে পণ্য পাঠানো হতো।
এখন থেকে সমুদ্র পথেও বাংলাদেশে যাবে। এতে করে অন্য দেশের কোন বন্দরে জাহাজ না ভিড়ে ভারত থেকে পন্য নিয়ে সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরে জাহাজ চলাচল করবে। এতোদিন অন্য দেশের সমুদ্র বন্দরের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে পন্য যেতো। এখন সরাসরি পন্যবাহী জাহাজ চলাচল শুরুর ফলে ১৫-২০ দিন সময় কম লাগবে পণ্য পরিবহন করতে। সমুদ্র পথে মালামাল পাঠানোর খরচও অনেক কমে আসবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৭)